দ্বিতীয় মেয়াদে নিযুক্ত হওয়ায় ইউজিসি চেয়ারম্যানকে বিডিইউ পরিবারের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বার নিয়োগ পাওয়ায় বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ-কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম,পিইঞ্জ, মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার এবং মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন।
বৃহস্পতিবার (০৮ জুন, ২০২৩) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে ইউজিসি চেয়ারম্যানকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।পরে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম,পিইঞ্জ, মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার এবং মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর দ্বিতীয় মেয়াদে নিযুক্ত মাননীয় সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন।