বিডিইউ এর সাব টেকনিক্যাল অফিসার মো.জহিরুল ইসলাম এর মৃত্যুতে বিডিইউ পরিবারের শোক


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ (বিডিইউ)এর সাব টেকনিক্যাল অফিসার মো.জহিরুল ইসলাম বৃহস্পতিবার (১১ মে, ২০২৩) বেলা আনুমানিক ১১.৩০ টার দিকে রাজধানীর নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

মো.জহিরুল ইসলাম মৃত্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, মাননীয় উপ- উপাচার্য অধ্যাপক ড.মো.মাহবুবুল আলম জোয়ার্দার এবং মাননীয় ট্রেজারার অধ্যাপক ড.মো.আনোয়ার হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, মাননীয় উপ- উপাচার্য অধ্যাপক ড.মো.মাহবুবুল আলম জোয়ার্দার এবং মাননীয় ট্রেজারার অধ্যাপক ড.মো.আনোয়ার হোসেন মরহুম জহিরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য মরহুম জহিরুল ইসলাম ১৯৯১ সনের ২৮ ডিসেম্বর টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ভবানীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০২১ সালের ১১ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এ সাব টেকনিক্যাল অফিসার হিসেবে যোগদান করেন।