জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বিডিইউ উপাচার্যের শুভেচ্ছা বিনিময়


জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.মশিউর রহমান এর সঙ্গে ২৪ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম।এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.মশিউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ মাহফুজুল ইসলামকে শুভেচ্ছা জানান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর যাত্রা শুরু হয়েছিলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ের ০৩ টি কক্ষে। জাতীয় বিশ্ববিদ্যালয় শুরু থেকেই জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়কে অনেক ক্ষেত্রে সহায়তা করে আসছে। সেজন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।