ইউজিসি’র সাথে বিডিইউ’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
বিশ্ববিদ্যালয়ের কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা আনতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সাথে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছে দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ”।
শনিবার (২৪ জুন ২০২৩) সকাল ১০ টায় ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এ ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও এপিএ ফোকাল পয়েন্ট ড. মো. নাসির উদ্দিন ও ইউজিসি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, পিইঞ্জ উপস্থিত ছিলেন।