স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিডিইউ ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ বিডিইউ উপাচার্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি ছাত্রলীগ-কে ঐক্যবদ্ধভাবে কাজ কাজ করে যেতে হবে এবং প্রত্যেক নেতাকর্মীকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অনন্য কারিগর হিসেবে গড়ে উঠতে হবে।
মঙ্গলবার (১১ এপ্রিল-২০২৩)দুপুরে বিডিইউ এর একাডেমিক ভবনের সামনে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত বিশেষ কর্মীসভায় প্রধান আলোচকের বক্তব্যে মাননীয় উপাচার্য একথা বলেন।
মাননীয় উপাচার্য বলেন, ছাত্রলীগ করতে হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি ছাত্রলীগ জাতির পিতার আদর্শ বাস্তবায়নে একযোগে কাজ করবে বলে আমি আশা করি।
তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ উপযোগী দক্ষ জনবল তৈরির লক্ষ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।
বিডিইউ ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রশংসা করে মাননীয় উপাচার্য বলেন,আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতৃবৃন্দ সংগঠনের পাশাপাশি পড়াশুনা করছে ,রোবট তৈরি করছে, এপ্লাইড সফটওয়্যার ডেভেলপ করছে, আইওটি ডিভাইস তৈরি করছে যা আমাকে মুগ্ধ করে।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সঞ্চালনায় বিশেষ কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।
কর্মীসভা শেষে মির্জা আবু সাঈম-কে সভাপতি এবং অনিমা জামান প্রমা-কে সাধারণ সম্পাদক করে বিডিইউ ছাত্রলীগের ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি হাসিবুল আলম প্লাবন, সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান শিশির, সহ-সভাপতি সাদিদ আহমেদ, সহ-সভাপতি সাদিয়া হোসেন উপমা, সহ-সভাপতি ফারাহ আলম মীম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো:তৌফিক হাসান তুষার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাদিম এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পি।