ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিডিইউ’র শ্রদ্ধা


ঐতিহাসিক ৭ মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ পরিবার।
৭ই মার্চ,২০২৩ সকালে মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম এর নেতৃত্বে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড.মোঃ মাহবুবুল আলম জোয়ার্দার,মাননীয় ট্রেজারার অধ্যাপক ড.মোঃ আনোয়ার হোসেন-সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাও কর্মচারীবৃন্দ।
পুষ্পার্ঘ অর্পণ শেষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন,৭ই মার্চের ভাষণ ছিলো বিশ্বের বঞ্চিত মানুষের মুক্তির গান।এই ভাষণে বাঙালি জাতির পিতা বিশ্বের বঞ্চিত মানুষের মুক্তির কথা বলেছেন।জাতির পিতার এই ভাষণ আমাদের মুক্তির অবিচ্ছেদ্য অংশ।এই ভাষণ আমাদের দেশপ্রেমে উজ্জীবিত করে।
মাননীয় উপাচার্য বলেন,বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেই আমাদের ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে পরিণত হতে হবে। আমরা যদি সততার সাথে আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পরি তাহলেই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করা সম্ভব হবে।