স্মার্ট নাগরিক তৈরি করাই ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য:বিডিইউ উপাচার্য


বঙ্গবন্ধু শেখ মুজিবুর ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেছেন,শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি এর অন্যতম উদ্দেশ্য।

মাননীয় উপাচার্য ০৫ মার্চ,২০২৩ (রবিবার)বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিডিইউডিএস)এর আয়োজনে দিনব্যাপী বিতর্ক কর্মশালা ও নবীন বিতার্কিক বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মাননীয় উপাচার্য বলেন,ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভের অন্যতম স্তম্ভ হচ্ছে স্মার্ট সিটিজেন। অর্থাৎ আমাদের জনগণকে স্মার্ট হতে হবে।আর স্মার্ট জনগণ হতে হলে আমাদের জনগণকে তথ্য প্রযুক্তি নির্ভর হতে হবে।  

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন,স্মার্ট নাগরিক হতে হলে তোমাদের প্রত্যেকটি ক্ষেত্রের জন্য প্রস্তুত করতে হবে। বিশেষ করে এপ্লাইড নলেজ অর্জন করতে হবে। এই এপ্লাইড নলেজ যদি অর্জন করতে পারো তাহলেই তোমরা স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর ডিজিটাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে দিনব্যাপী বিতর্ক কর্মশালায় ট্রেইনার হিসাবে বক্তব্য রেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এর সাবেক সহ-সভাপতি উত্তম রায়।এছাড়াও বিডিইউডিএস সাধারণ সম্পাদক মারুফ হাসান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান সামছুদ্দীন আহমেদ,শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আশরাফুজ্জামান,পরিচালক শিক্ষার্থী কল্যাণ (অতিরিক্ত দায়িত্ব),ফারহানা ইসলাম,বিডিইউডিএস এর সভাপতি হাসিবুল আলম প্লাবন,বিডিইউ ইউনিট ছাত্রলীগ নেতা তৌফিক হাসান তুষার এবং নবীন বিতার্কিকদের মধ্যে থেকে রাত্রি এবং মুমিত।পরে বিডিইউডিএস বিতার্কিকদের অংশগ্রহণে রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়।