নিজেদের তৈরি প্রক্টরড রিমোট এক্সাম সফটওয়্যারে প্রথম সেমিস্টারের পরীক্ষা সম্পন্ন করে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু করেছে বিডিইউ
করোনা প্রাদুর্ভাবের কারণে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর বিভিন্ন বিভাগের স্থগিত জানুয়ারি-জুন ২০২০ সেমিস্টারের ফাইনাল পরীক্ষাসমূহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সার্বিক তত্ত্বাবধানে তৈরিকৃত প্রক্টরড রিমোট এক্সাম PRExa সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সফল ও সুন্দর পরিবেশে অনলাইনে শেষ করার পর জুলাই-ডিসেম্বর ২০২০ সেমিস্টারের পরীক্ষাও একই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শুরু হয়েছে।
রবিবার (০৫ সেপ্টেম্বর ২০২১) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে তৈরিকৃত প্রক্টরড রিমোট এক্সাম PRExa সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আইসিটিই প্রোগ্রামের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের পরীক্ষা সফল ও সুন্দর পরিবেশে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষার্থীগণকে পরীক্ষা শুরুর পূর্বেই পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্যাদি যেমন, পরীক্ষার জন্য ব্যবহৃত PRExa সফটওয়্যার এর আপডেটেড ভার্সন, ব্যবহার বিধি, সফটওয়্যারের ইউজার অথেন্টিকেশন এবং PRExa সফটওয়্যার ব্যবহারের ভিডিও টিউটোরিয়াল বিশ্ববিদ্যালয় প্রদত্ত ইমেইলের মাধ্যমে প্রেরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর PRExa সফটওয়্যার ব্যবহার করে সম্পূর্ণ পরীক্ষা কিভাবে পরিচালিত হবে তার দিক নির্দেশনা প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার অনিত কুমার রায় সহ আইসিটি টিমের অন্যান্য সদস্যবৃন্দ সিনিয়র সিস্টেম অ্যানালিস্টের নির্দেশনা মেনে PRExa সফটওয়্যার আপডেট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর অনলাইনে উপস্থিত থেকে পরীক্ষা পর্যবেক্ষণ করেন এবং বাংলাদেশে এই প্রথম এমন একটি সফটওয়্যার ব্যবহার করে সফল ও সুন্দর পরিবেশে পরীক্ষা নেয়ার বিষয়ে সকলকে উৎসাহ প্রদান করেন এবং উপাচার্য মহোদয় বলেন, এটি বাংলাদেশে অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে এবং অনলাইনে ডিগ্রি প্রদানের ক্ষেত্রেও এই সফটওয়্যারটি অগ্রণী ভূমিকা পালন করবে।
ইনভিজিলেটরগণ তাদের নিজ নিজ PRExa সফটওয়্যার এর প্যানেল থেকে শিক্ষার্থীদের পরীক্ষা তদারকি করেন। পরীক্ষা চলাকালীন সময়ে কোন ধরনের অসৌজন্যমূলক আচরণ করলে অথবা নিয়ম বহির্ভূত কোন আচরণ করলে ইনভিজিলেটরগণ PRExa সফটওয়্যার এর প্যানেল থেকে নোটিফিকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক করেন।
প্রক্টরড রিমোট এক্সাম PRExa সফটওয়্যার ব্যবহার করে সফল ও সুন্দরভাবে পরীক্ষা শুরু হওয়ায় আজকের পরীক্ষার প্রধান পর্যবেক্ষক এবং শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আশরাফুজ্জামান ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা আক্তার ও অন্যান্য শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইসিটি টিমের প্রতি সন্তোষ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরীক্ষা কমিটি সার্বক্ষণিক অনলাইনে থেকে ইনভিজিলেটরগন এবং পরীক্ষার্থীদের প্রযুক্তিগত ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা করেন।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও শিক্ষকগণ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা PRExa এর মাধ্যমে সফল ভাবে শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এই পদ্ধতিতে সম্পূর্ণ অথেনটিক এবং রিলায়েবল ভাবে পরীক্ষা নেওয়া সম্ভব যা অন্য কোন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যম ব্যবহার করে সম্ভব নয়। বাংলাদেশে এই প্রথম একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এরকম একটি আন্তর্জাতিক মানের সফটওয়্যার ব্যবহার করে করোনা মহামারীর মধ্যে সফলভাবে পরীক্ষা নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করল।