মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিডিইউ উপাচার্যের শ্রদ্ধা


মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

এরপর বেলা ১১ টায় গাজীপুরের কালিয়াকৈরে ইউনিভার্সিটির একাডেমিক বিল্ডিং এ জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় উপাচার্য।

এ সময় ইউনিভার্সিটির রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো: আশরাফ উদ্দিন,অধ্যাপক ড. আখতারুজ্জামান,সিনিয়র সিস্টেম এনালিস্ট মূহাম্মদ শাহীনূল কবির সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য বলেন,১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং ৩০ লক্ষ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ ও দুই লাখেরও বেশি মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে জন্মলাভ করে। জাতি আজ বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্বরণ করছে সেসব জানা-অজান শহীদকে যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতার সুফল ভোগ করে পেরিয়ে গেল ৪৮ বছর।

এসময় মাননীয় উপাচার্য মহান স্বাধীনতা যুদ্ধে সর্বাধীনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- কে গভীর শ্রদ্ধা সাথে স্বরণ করেন। তিঁনি বলেন, বিজয়ের দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের প্রতিজ্ঞা।