বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটার ইউনিভার্সিটির অর্থ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ (বিডিইউ)এর অর্থ কমিটির প্রথম সভা (২৪ মার্চ ২০১৯) রবিবার সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয় (ফ্ল্যাট :-এ-৬, প্লট :-২/৩,ব্লকঃ-এ,ইকবাল রোড)(মিরপুর রোড)মোহাম্মদপুর,ঢাকা-১২০৭)এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।সভায় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ক্লাস শুরু, বিশ্ববিদ্যালয়ের ল্যাব প্রতিষ্ঠা,২০১৮-২০১৯ অর্থ বছরের সংশোধিত চাহিদা বাজেট ও ২০১৯-২০২০ অর্থ বছরের চাহিদা বাজেট পাশ হয় ।সভায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলোকে ডিজিটালাইজেশন এবং আধুনিক করার সিদ্ধান্ত গৃহীত হয়।এ সময় কমিটির অন্যান্য সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো: রেজাউল করিম হাওলাদার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মপ্রধান (পরিকল্পনা) মো: কাজী মনিরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব (বাস্তবায়ন-০২) মো: সাইদুর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো: আশরাফ উদ্দিন।