ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মাইগ্রেশন ফলাফল ও ২য় মেধা তালিকায় ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মাইগ্রেশন ফলাফল ও ২য় মেধা তালিকা ০৬ মার্চ ২০১৯ খ্রি: বিকাল ৫.৩০ মিনিটে প্রকাশ করা হয়েছে। ২য় মেধা তালিকায় নির্বাচিত প্রার্থীগণ আগামী ১৯-০৩-২০১৯ তারিখ সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টার মধ্যে রেজিস্ট্রার দপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (ফ্ল্যাট এ-৬, প্লট ২/৩, ইকবাল রোড (মিরপুর রোড), ঢাকা-১২০৭)এ পূর্বের ভর্তি বিজ্ঞপ্তি (http://admission.bdu.ac.bd/admission_details.pdf ) তে উল্লেখিত নিয়ম মোতাবেক ভর্তি ফি জমাসহ স্ব-শরীরে উপস্থিত হতে হবে। মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীগণ নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে ভর্তি হতে ব্যর্থ হলে তার মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে।