“বিডিইউ” উপাচার্যের “ঢাবি” উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ
অদ্য ২৬-১১-২০১৮ ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান এর প্রাশাসনিক কার্যালয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরকে স্বাগত জানান এবং দেশের প্রথম বিশেষায়িত ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগদান করায় অভিনন্দন জানান। এসময় বাংলাদেশের এ দুই বিশিষ্ট ব্যক্তিত্ব অত্যন্ত খোলামেলা মনে শিক্ষাসংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। বিডিইউ উপাচার্য এই নতুন বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও ভিশন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবহিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির অগ্রগতি ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং ঢাবি প্রশাসনের পক্ষ হতে বিডিইউ প্রশাসনকে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। বিডিইউ উপাচার্য ঢাবি উপাচার্যকে তাঁর নগর-কার্যালয়ে আমন্ত্রন জানালে তিনি আমন্ত্রন গ্রহণ করেন এবং পারস্পরিক সুবিধাজনক সময়ে বিডিইউ কার্যালয় এ আসার ইচ্ছা ব্যক্ত করেন।