বাংলাদেশের তরুণ প্রজন্মকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদে পরিণত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
বাংলাদেশের তরুণ প্রজন্মকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদে পরিণত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর আসাদগেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নগর কার্যালয়ের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অধ্যাপক আবদুল মান্নান।
অধ্যাপক আবদুল মান্নান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম শুরু হলে উন্নত বিশ্বের মত বাংলাদেশের শিক্ষার্থীরাও ঘরে বসে ক্লাস, অ্যাসাইনমেন্টসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন -রশিদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভিশন ২০২১ বাস্তবায়নে সহায়ক হবে জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন - রশিদ আরো বলেন, স্বল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড়. মুনাজ আহমেদ নূর অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে ক্রমাগত সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হলে দেশের তথ্য ও যোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, আমদের বিশ্ববিদ্যালয় একটি নতুন বিশ্ববিদ্যালয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয়কে একটি ভিন্নধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি।
মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, শিক্ষার্থীদের খুর সহজেই দক্ষতার উন্নয়ন ঘটাতে আমরা শুরুতেই ইনস্টিটিউট ফর অনলাইন এন্ড ডিস্টেন্স লার্নিং এর অধীনে ডিজিটাল লার্নিং এবং সাইবার সিকিউরিটি সার্টিফিকেট কোর্স দিয়ে শুরু করছি। আমরা আশা করছি, চলতি শিক্ষাবর্ষে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থী ভর্তি করিয়ে ক্লাস চালু করতে পারবো।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম,প্রফেসর ড. মো: আখতার হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো: আলমগীর হোসেন খান ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান এবং উপ-পরিচালক (প্রশাসন) মো: শাহিন সিরাজ সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির কর্মকর্তা - কর্মচারী বৃন্দ।