বাংলাদেশ নারী ফুটবল দলকে বিডিইউ উপাচার্যের অভিনন্দন
টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
আজ এক অভিনন্দন বার্তায় মাননীয় উপাচার্য বাংলাদেশ নারী ফুটবল দলকে এ অভিনন্দন জানান।
মাননীয় উপাচার্য বলেন, সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন। শুধু বাংলাদেশর জন্য নয়, সারা বিশ্বের জন্য এটি একটি অনন্য উদাহরণ।
তিনি বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের অদম্য সাহস, দৃঢতা এবং অসাধারণ পারফরম্যান্স আমাদের মুগ্ধ করেছে। এই অর্জন বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলে আমি আশা প্রকাশ করি।