বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির পাঠদান শুরু ও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য গাজীপুরের কালিয়াকৈরে সম্ভাব্য ফ্লোর ভাড়া করা এবং ইউনিভার্সিটির প্রস্তাবিত দুটি অনুষদ ( ১. প্রকৌশল অনুষদ; ২. শিক্ষা ও গবেষণা অনুষদ) ও একটি ইনস্টিটিউটের ( ইনস্টিটিউট ফর অনলাইন এন্ড ডিসটেন্স লার্নিং) অধীনে বিভাগ, প্রোগ্রাম/ কোর্স খোলার বিষয়ে সরেজমিনে পরিদর্শন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামন ডিজিটাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে সভা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলির নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার বেলা ১২.০০ টায় ইউনিভার্সিটি পরিদর্শনে আসেন এবং উপাচার্য মহোদয়ের কার্যালয়ে সভায় মিলিত হন।
সভায় মননীয় উপাচার্য দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটির সার্বিক কার্যক্রম সম্পর্কে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধি দলের সামনে উপস্থাপন করেন।
পরিদর্শন ও আলোচনা শেষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি ইউনিভার্সিটির সার্বিক অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এত অল্প সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ায় মাননীয় উপাচার্যসহ ইউনিভার্সিটির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং এ বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন শীঘ্রই ইতিবাচক সিদ্ধান্ত দেবে বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরকে আশ্বস্ত করেন। এবং মাননীয় উপাচার্যর্ অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর দ্রুততম সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি পরিদর্শনে আসায় ইউজিসি প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা জানান।
ইউনিভার্সিটির সামগ্রিক উন্নয়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে পাশে থাকার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে চলতি ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির প্রস্তুতি নিচ্ছে দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আন্তরিক হলে চলতি শিক্ষাবর্ষেই দুটি অনুষদ ও একটি ইনস্টিটিউট চালু করে শিক্ষার্থীদের পাঠদান শুরু করতে পারবো।’
উপাচার্য আরো জানান, প্রস্তাবিত দুটি অনুষদের মধ্যে একটি প্রকৌশল অনুষদ যার অধীনে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ব্যাচেলর অব সায়েন্স ইন আইওটি এবং ব্যাচেলর অব সায়েন্স ইন নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশন ম্যানেজমেন্ট। আরেকটি অনুষদ হলো শিক্ষা ও গবেষণা অনুষদ যার অধীনে রয়েছে, ব্যাচেলর অব সায়েন্স ইন আইসিটি ইন এডুকেশন।
এছাড়া প্রস্তাবিত ইনস্টিটিউট ফর অনলাইন এন্ড ডিসটেন্স লার্নিং এর অধীনের ( ০১. সার্টিফিকেট কোর্স অন ডিজিটাল লার্নিং ডিজাইন ০২. সার্টিফিকেট কোর্স অন ডিজিটাল কনটেন্ট ডেভলপমেন্ট ০৩.সার্টিফিকেট কোর্স অন মোবাইল এপ্লিকেশন ডেভলপমেন্ট ০৪. সার্টিফিকেট কোর্স ইন সাইবার সিকিউরিটি) কোর্সগুলোই হবে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে চালু হতে যাওয়া প্রথম অনলাইন কোর্স যার মাধ্যমে একদিকে শিক্ষার্থীরা খুব সহজেই দক্ষতার উন্নয়ন ঘটাতে পারবে অন্যদিকে চাকুরীর বাজারও সম্প্রসারিত হবে।
প্রফেসর ড. এম এম. শাহ নওয়াজ আলির সাথে সফর সঙ্গী ছিলেন,বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আইএমসিটি বিভাগের পরিচালক জনাব খন্দকার হামিদুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক জনাব মো: রেজাউল করিম হাওলাদার, আইএমসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব মো:জামিনুর রহমান, এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সহকারী পরিচালক জনাব নাসিমা আক্তার খাতুন।
এর আগে বেলা ১২টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলিসহ আগত অতিথিদের স্বাগত জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। পরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধি দলকে ইউনিভার্সিটির সামগ্রিক কর্মকান্ড ঘুরে দেখান তিনি।