মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিনে বিডিইউর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।


স্বাধীন বাংলাদেশের স্হপতি,বাঙালির ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর সহ ইউনিভার্সিটির সকল কর্মকর্তা-কর্মচারীরা।  

শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, দেশব্যাপী সাধারণ শিক্ষার প্রসার,শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার,ডিজিটাল বাংলাদেশ নির্মাণ,মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন,সমুদ্র বিজয়, যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের বিচার, পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন, একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিসহ জাতীয় জীবনে বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বরের এই দিন গোপালগঞ্জের মধুমতি নদী তীরের টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপাচার্য প্রধানমন্ত্রীকে একজন সৃজনশীল রাষ্ট্রনায়ক আখ্যা দিয়ে বলেন,বাংলাদেশের শিক্ষা,অর্থনৈতিক সম্পর্ক, পৃথিবীর রাজনৈতিক মিথস্ক্রিয়া এবং আমাদের ভূ-রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল।তিনি তাঁর মেধা ও নিষ্ঠা দিয়ে দেশকে উন্নয়নের মডেল হিসেবে বিশ্বে পরিচয় করিয়েছেন।

উপাচার্য মাননীয় প্রধানন্ত্রীর সুস্বস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য ও দৃঢ় নেতৃত্বে দেশের শিক্ষা ও মানবসম্পদের উন্নয়ন ঘটেছে।ফলে আর্থসামাজিক অগ্রগতি সাধিত হয়েছে। সামাজিক রূপান্তর ঘটেছে এবং দারিদ্র নির্মূল হচ্ছে। এজন্য সারা পৃথিবী তাঁকে ধন্যবাদ জানাচ্ছেন। বাংলাদেশের গনতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তার নেতৃত্ব অপরিহার্য।