উপাচার্য মহোদয়ের নেতৃত্বে ইউনিভার্সিটির জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শন


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপাচার্য মহোদয়ের নেতৃত্বে বরাদ্দকৃত জমি পরিদর্শন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর মহোদয়ের নেতৃত্বে ০২ সেপ্টেম্বর ২০১৮ ইং গাজীপুর জেলার কালিয়াকৈর এ ইউনিভার্সিটির জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শনের উদ্দেশ্যে প্রথমে গাজীপুর জেলা প্রশাসক এর অফিসে জেলা প্রশাসক . দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন  সময় জেলা প্রশাসক উপাচার্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান এবং ইউনিভার্সিটির জন্য বরাদ্দকৃত জমি অধিগ্রহন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।  সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন সঞ্জীব কুমার দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ)  

সাক্ষাৎ শেষে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে ইউনিভার্সিটির কর্মকর্তাবৃন্দ গাজীপুর জেলার কালিয়াকৈর এ  ইউনিভার্সিটির জন্য বরাদ্দকৃত জমি সরেজমিনে পরিদর্শন করেন  পরিদর্শনকালে কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত থেকে ইউনিভার্সিটির জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শনে সহযোগিতা করেন  উপাচার্য মহোদয় বরাদ্দকৃত জমি সম্পর্কে বিভিন্ন খোঁজ খবর নেন।  এখানে আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শাহ মোঃ শামসুজ্জোহা ও সার্ভেয়ার, ডিসি অফিস গাজীপুর এবং সার্ভেয়ার, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিস 

জমি পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কালিয়াকৈর এ সকলে এক মতবিনিময় সভায় মিলিত হন সময় ইউনিভার্সিটির পক্ষে আরও উপস্থিত ছিলেনঃ জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন-পরিচালক (অর্থ ও হিসাব), মুহাম্মদ শাহীনূল কবীর- সিনিয়র সিস্টেম এনালিস্ট, মোঃ ইউনুছ পাটওয়ারী- সেকশন অফিসার, মোঃ রুবেল হাওলাদার- সেকশন অফিসার প্রমুখ।