National Institute of Textile Engineering and Research (NITER) এর ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত SparkTank'24 প্রতিযোগিতার Battle of Masterminds সেগমেন্টে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি এর এডুকেশনাল টেকনোলজি এ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের 'Brainstorm Duo' এর মাস্তুরা জাহান মারিয়া চ্যাম্পিয়ন এবং 'Team Intrepid' এর তাহমিনা আক্তার ও সাজিদ আমিন রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রবিবার (১৭ নভেম্বর ২০২৪) এক অভিনন্দন বার্তায় মাননীয় উপাচার্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মাননীয় উপাচার্য বলেন, এ প্রতিযোগিতায় বিডিইউ এর টিম 'Brainstorm Duo' এর মাস্তুরা জাহান মারিয়া চ্যাম্পিয়ন এবং 'Team Intrepid' এর তাহমিনা আক্তার ও সাজিদ আমিন রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে যা এই বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। বিশ্ববিদ্যালয় পরিবার এ অর্জনে আনন্দিত।