গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ Keynote Speech প্রদান করেন "Deep Learning Approach for Biomedical Image Analysis" বিষয়ে জাপানে অনুষ্ঠিত “Joint 2025 7th International Conference on Imaging, Vision & Pattern Recognition (IVPR)” এবং 12th “International Conference on Informatics, Electronics and Vision (ICIEV)” কনফারেন্সে

২৭ মে, ২০২৫ (মঙ্গলবার) জাপানের Kitakyushu International Convention Center, Kokura, Kitakyushu তে অনুষ্ঠিত কনফারেন্সে মাননীয় উপাচার্য Keynote Speech এ বলেন বর্তমান যুগে স্বাস্থ্যসেবা খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো দ্রুত, নির্ভুল এবং স্বয়ংক্রিয়ভাবে রোগ নির্ণয় করা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় Deep Learning পদ্ধতি একটি যুগান্তকারী ভূমিকা পালন করছে। বিশেষ করে, Biomedical Image Analysisএর ক্ষেত্রে Deep Learning এর প্রয়োগ স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ Keynote Speech আরও বলেন, “ডিপ লার্নিং প্রযুক্তির মাধ্যমে জটিল ও সূক্ষ্ম জৈবচিকিৎসা চিত্র বিশ্লেষণ অনেক দ্রুত এবং নির্ভুলভাবে করা সম্ভব হচ্ছে, যা ভবিষ্যতের রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।” তিনি আরও উল্লেখ করেন,“বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্যখাতে এই প্রযুক্তির ব্যবহার চিকিৎসাসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

Conference Session Chair হিসেবে উপস্থিত ছিলেন Kou Yamada, Gunma Universityবিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন এবং স্বাস্থ্য ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ ২৪ মে ২০২৫ তারিখে জাপানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন এবং ২৭ মে ২০২৫ Conference e অংশগ্রহণ করে  Keynote Speech প্রদান করেন।