
বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন, স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পর বুদ্ধিজীবীরা বাংলাদেশকে গড়ে তোলার কথা ছিলো, কিন্তু চূড়ান্ত বিজয়ের ঊষালগ্নে আমরা তাদের হারিয়ে ফেলেছি। বুদ্ধিজীবীদের যদি হত্যা করা না হতো তাহলে আমরা নিজেদের নতুন ভাবে তৈরি করতে পারতাম। বুদ্ধিজীবীরা রাষ্ট্র এবং জাতির সম্পদ তাঁরা কোন নির্দিষ্ট গোষ্ঠির সম্পদে পরিণত হতে পারে না।
রবিবার (১৫ ডিসেম্বর ২০২৪) সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি এর প্রশাসনিক ভবনে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম অনেক পুরনো এবং এই অধিকার আদায়ে বাঙালি কখনো পিছু হটেন নি এবং পরাজিত হন নি, যার সর্বশেষ এবং অন্যতম উদাহরণ ০৫ আগস্ট।
আলোচনা সভায় মাননীয় উপাচার্য, আমাদের স্বাধীনতা সংগ্রাম, ৯০ এর গণঅভ্যুত্থান এবং সর্বশেষ যে আন্দোলন আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছে জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কমনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, পাকিস্তানি শাসকগোষ্ঠী আমাদের প্রগতিশীল, শিক্ষক, চিকৎসকসহ অন্যান্য বুদ্ধিজীবীদের তাদেরে জন্য হুমকি বলে মনে করতেন, তাই চূড়ান্ত বিজয়ের ঊষালগ্নে তারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, সাধারণ শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ ছানাউল্লাহ। এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।