বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি এর এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ দপ্তরের পরিচালক জনাব ফারহানা ইসলাম এর পিতা জনাব রফিকুল ইসলাম (৬৫) আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ০১ পুত্র ও ০২ কন্যা, আত্মীয়-স্বজন এবং অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।
জনাব রফিকুল ইসলাম এর মৃত্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মাননীয় উপাচার্য মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।