বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি তে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। একাত্তরে নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে দিবসটি উপলক্ষ্যে শনিবার (১৪ ডিসেম্বর, ২০২৪) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। 
এ সময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।  
পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় উপাচার্য বলেন, ১৪ ডিসেম্বর বাঙালির ইতিহাসে একটি বেদনাময় দিন। আজকের এই দিনে ১৯৭১ এ বিজয়ের চূড়ান্তক্ষণে শাহাদাৎবরণকারী বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করছি। 
মাননীয় উপাচার্য আরও বলেন, বাংলাদেশকে মেধা মননে পঙ্গু করার হীন উদ্দেশ্যে চূড়ান্ত বিজয়ের ঊষালগ্নে এ দিনে হানাদার বাহিনীর দোসররা দেশের প্রথিতযশা সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সংস্কৃতিসেবী যারা বাংলাদেশের অভ্যুদয়ে অবদান রাখছিলেন তাদের বেছে বেছে হত্যা করা হয়।