
বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি এ ২১ নভেম্বর ২০২৩ (মঙ্গলবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অভিযোগ প্রতিকার ব্যবস্থ্যাপনা কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং আইওটি এন্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগরে প্রভাষক ফারজানা আক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, পিইঞ্জ। অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।