জাইকা এবং বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি-এর মধ্যে ধারাবাহিক সহযোগিতা এবং সফটওয়্যার প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিডিইউ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ-এর সাথে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি ২০২৫) সকালে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইতোমধ্যে সম্পন্ন হওয়া Software Architecture ToT Training এবং প্রশিক্ষণ কর্মসূচি শেষে ফলোআপ কার্যক্রম, পাশাপাশি ভবিষ্যতে অনুষ্ঠিতব্য Cloud ToT Training Program বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সভায় উপস্থিত ছিলেন জাইকা বিশেষজ্ঞ (প্রধান উপদেষ্টা) আকিহিরো সুজি, জাইকা বাংলাদেশ-এর প্রশাসনিক কর্মকর্তা (JICA-BCC-BASIS TCP) ফারজানা শারলিন, বিডিইউ-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মশিউর রহমান এবং একই বিভাগের প্রভাষক মোঃ মাহমুদুল হাসান। 

মাননীয় উপাচার্য শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ধারাবাহিক সহযোগিতার জন্য জাইকা প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বিডিইউ-এর পক্ষ থেকে জাইকাকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং জাইকার সাথে অংশীদারিত্বমূলক সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।