বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি এর নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সাবজেক্ট বিশেষায়িত,এই বিশেষায়িত সাবজেক্টগুলোকে কাগজে-কলমে রাখার সুযোগ নেই। প্রতিটি বিষয়েই যাতে শিক্ষর্থীরা হাতে-কলমে শিক্ষা পায় আমাদের সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। 
শনিবার (২৬ অক্টোবর) সকালে গাজীপুরের কালিয়াকৈরে যোগদান পরবর্তী শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আলোচনা সভায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ একথা বলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান,এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান, আইওটি এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুমন সাহা, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাকিব হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: মশিউর রহমান, ডেটা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানজিম তাহারাত অর্পা, সাধারণ শিক্ষা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুজন চন্দ্র সূত্রধর, ছাত্রী হলের প্রভোস্ট মুনিরা আকতার লতা, প্রক্টর ফারজানা আক্তার, পরিচালক (শিক্ষার্থী কল্যাণ) ফারহানা ইসলাম-সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 
এসময় মাননীয় নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ-কে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। 
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান। 
আলোচনা সভায় বক্তব্যের শুরুতে মাননীয় উপাচার্য জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। সভায় গণঅভ্যুত্থানে নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 
আলোচনা সভায় মাননীয় উপাচার্য বলেন, শিক্ষার্থীরা আমাদের প্রাণ, তাদের সেবা প্রদান যাতে কোনভাবেই বাধাগ্রস্থ না হয় এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন আনন্দ নিয়ে শিক্ষা গ্রহণ করে কর্মক্ষেত্রের জন্য বেরিয়ে যেতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। 

পরে মাননীয় উপাচার্য সকাল ১১ টায় শিক্ষকবৃন্দ, দুপুর ০২ টায় কর্মকর্তাবৃন্দ, দুপুর ০৩ টায় কর্মচারীবৃন্দ এবং বিকাল ০৪ টা শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে পরিচিতি সভা করেন। ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে BDSET প্রকল্পের আয়োজনে এবং ডি ক্রাউড আইটি লি. এর পরিচালনায় শিক্ষার্থীদের এআই ফর ইমারসিভ টেকনোলজি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে। 
৩১ ডিসেম্বর, ২০২৪ (মঙ্গলবার) সকালে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার জনাব মুহাম্মদ আতাউর রহমান খান এবং BDSET প্রকল্পের পক্ষে স্বাক্ষর করেন ডি ক্রাউড আইটি লি. এর ব্যবস্থাপনা পরিচালক জনাব রক্তিম শর্মা। 
BDSET এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) জনাব মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইটি বিজনেস ইনকিউবেটর চুয়েট এর পরিচালক ও আই-ইইই বাংলাদেশ সেকশন এর পরিচালক অধ্যাপক ড. মো. মশিউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আই.আর.ই. বিভাগের প্রভাষক এবং এনআইসিসি সেলের পরিচালক জনাব মোঃ তৌকির আহম্মেদ।
উদ্বোধনী অনুষ্ঠান ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানটি সামগ্রিকভাবে কোর্ডিনেট করেন বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল এন্ড ইন্টারন্যশনাল কোলাবোরেশন সেল (এনআইসিসি)। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের প্রশিক্ষণকে সবসময় গুরুত্ব দিতে হবে। যত কষ্টই হোক এসব প্রশিক্ষণের জন্য সময় বের করে নিবে। এর মাধ্যমেই তোমরা দেশের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।