গাজীপুর
ডিজিটাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ Kyushu
Institute of Technology, Japan
এর Care
XDX Center এর Director ও AUTOCARE এর CTO Prof.
Dr. Sozo Inoue এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক
বৈঠক করেছেন।
আলোচনায় Kyushu
Institute of Technology, Japan ও গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা (collaboration), সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর এবং Kyushu Institute of Technology–এর ল্যাবে স্বল্পমেয়াদি ইন্টার্নশিপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ
বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় দুই প্রতিষ্ঠানের মধ্যে কীভাবে যৌথভাবে গবেষণা, প্রযুক্তি বিনিময় এবং রোবটিক্স ও অন্যান্য প্রযুক্তিগত
ক্ষেত্রে উন্নয়ন সম্ভব এবং গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কীভাবে Kyushu Institute of Technology–এর ল্যাবে স্বল্প সময়ের জন্য ইন্টার্নশিপ করতে পারে, এবং এতে কী ধরণের গবেষণা কার্যক্রম বা প্রকল্পে তারা যুক্ত হতে পারবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।