সু্যোগ - সুবিধা

লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি একটি স্বনির্ভর ডিজিটাল বিশ্ববিদ্যালয়। শিক্ষদের ক্লাস পরিচালনায় যাবতীয় টুলস এই সিস্টেম (https://moodle.bdu.ac.bd/) থেকে পাওয়া যায়। প্রত্যেক শিক্ষার্থী তাদের কোর্সের সমস্ত তথ্য পেতে পারে যে কোন অবস্থান থেকে।  শিক্ষর্থীদের ক্লাসে উপস্থিতি অনলাইনে রেকর্ড থাকে এবং লাইভ ক্লাস নিয়ে সেটার রেকর্ড ছাত্র-ছাত্রীদের পরবর্তীতে প্রদান করা হয়। অ্যাসাইনমেন্ট, পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম অনলাইনে নেওয়ার ব্যবস্থা আছে এখানে। শিক্ষর্থীরা তাদের নিজস্ব প্যানেল থেকে কোর্সের উপস্থিতি, ফলাফল-সহ যাবতীয় তথ্য দেখতে পারে এবং প্রাসঙ্গিক তথ্য সংবলিত স্লাইড ডাউনলোডও করতে পারে। যে কোন ধরনের সমস্যা নিয়ে ব্লগে পোস্ট-কমেন্টের মাধ্যমে আলোচনার ব্যবস্থা রয়েছে।  একজন শিক্ষক যে কোন অবস্থান থেকে প্রতিটি ছাত্র-ছাত্রীর উপস্থিতি, ফলাফলসহ সব ধরণের পরিসংখ্যান জানতে পারে। বিশেষ কারণে যদি কোন শিক্ষক-শিক্ষিকা অথবা ছাত্র-ছাত্রী শ্রেনী কক্ষে উপস্থিত হতে না পারে তবে এই সিস্টেম ব্যবহার করে খুব সহজেই তারা উপকৃত হতে পারে। 


ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড

বিডিইউ এর প্রতিটি শ্রেনীকক্ষে ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডের ব্যবস্থা করা হয়েছে। এর সাথে প্রচলিত হোয়াইট বোর্ডের ব্যবস্থাও আছে। শিক্ষক-শিক্ষিকা গ্রাফিক্স ও ভিডিওসহ ক্লাস সম্পর্কিত সবকিছু অন্তর্ভূক্ত করে এই বোর্ডের মাধ্যমে পাঠদান করেন। ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডের নিজস্ব কিছু সফটওয়্যার দিয়ে Physics, Math, Chemistry সহ বিভিন্ন Technical চিত্র ও সমাধান অতি দ্রুত ও সুন্দরভাবে উপস্থাপন করা হয়। পরবর্তীতে পুরো ক্লাসটি রেকর্ড করে ছাত্র-ছাত্রীদের প্রদান করা হয়। শিক্ষক-শিক্ষিকা এমনকি ছাত্র-ছাত্রীরাও প্রেজেন্টেশনসহ যেকোন তথ্য তাদের মোবাইল অথবা  ল্যাপটপের মাধ্যমে বোর্ডে প্রদর্শন করতে পারে। শিক্ষক-শিক্ষিকা অতি সহজে এই বোর্ড ব্যবহার করে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন শিক্ষা উপকরণ ও তথ্যাদি সরবারহ করতে পারে।