লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস)



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি একটি স্বনির্ভর ডিজিটাল বিশ্ববিদ্যালয়। শিক্ষদের ক্লাস পরিচালনায় যাবতীয় টুলস এই সিস্টেম (https://moodle.bdu.ac.bd/) থেকে পাওয়া যায়। প্রত্যেক শিক্ষার্থী তাদের কোর্সের সমস্ত তথ্য পেতে পারে যে কোন অবস্থান থেকে। 
শিক্ষর্থীদের ক্লাসে উপস্থিতি অনলাইনে রেকর্ড থাকে এবং লাইভ ক্লাস নিয়ে সেটার রেকর্ড ছাত্র-ছাত্রীদের পরবর্তীতে প্রদান করা হয়। অ্যাসাইনমেন্ট, পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম অনলাইনে নেওয়ার ব্যবস্থা আছে এখানে। শিক্ষর্থীরা তাদের নিজস্ব প্যানেল থেকে কোর্সের উপস্থিতি, ফলাফল-সহ যাবতীয় তথ্য দেখতে পারে এবং প্রাসঙ্গিক তথ্য সংবলিত স্লাইড ডাউনলোডও করতে পারে। যে কোন ধরনের সমস্যা নিয়ে ব্লগে পোস্ট-কমেন্টের মাধ্যমে আলোচনার ব্যবস্থা রয়েছে। 
একজন শিক্ষক যে কোন অবস্থান থেকে প্রতিটি ছাত্র-ছাত্রীর উপস্থিতি, ফলাফলসহ সব ধরণের পরিসংখ্যান জানতে পারে। বিশেষ কারণে যদি কোন শিক্ষক-শিক্ষিকা অথবা ছাত্র-ছাত্রী শ্রেনী কক্ষে উপস্থিত হতে না পারে তবে এই সিস্টেম ব্যবহার করে খুব সহজেই তারা উপকৃত হতে পারে।