ই-লাইব্রেরি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ সর্ব প্রথম ই-লাইব্রেরি স্থাপন করেন। শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই তাদের নিজস্ব ভার্চূয়াল মেশিনের মাধ্যমে এই ওয়েবসাইট এর মাধ্যমে (https://www.taylorfrancis.com) ই-লাইব্রেরিতে একসেস নিতে পারে। স্মার্ট মোবাইলের সাহায্যে ফিউসন একসেস মোবাইল অ্যাপলিকেশনের মাধ্যমে একসেস নেয়া সম্ভব। এছারাও লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের সাহায্যে এই সাইটে একসেস নেয়ার সুযোগ প্রদান করা হয়েছে।