About Bdu

BDU History

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ, সরকারি অর্থায়নে প্রতিষ্ঠিত দেশের প্রথম বিশেষায়িত ডিজিটাল বিশ্ববিদ্যালয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে ২০১৬ সালের ২৬ জুলাই এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় বঙ্গবন্ধু হাই-টেক পার্ক সংলগ্ন এলাকায় এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান। সরকারের রূপকল্প ২০২১ এর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছিল অত্যাবশ্যক। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন শাখায় ডিজিটাল জ্ঞানের উন্নতি সাধন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। সর্বোপরি তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য।                                                                                                                                                                                                              বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের এই বিশেষায়িত ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সাইবার ফিজিক্যাল সিস্টেমস অনুষদ, ডিজিটাল ট্রান্সফরমেশন অনুষদ এবং ইনস্টিটিউট ফর অনলাইন এন্ড ডিস্টেন্স লার্নিং নামে ইনস্টিটিউটের অনুমোদন দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ২০১৯ সালের মার্চ থেকে একাডেমিক কার্যক্রম শুরু করেছে। সাইবার ফিজিক্যাল সিস্টেমস অনুষদের অধীনে ব্যাচেলর অব সায়েন্স ইন ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এবং ডিজিটাল ট্রান্সফরমেশন অনুষদের অধীনে ব্যাচেলর অব সায়েন্স ইন এডুকেশনাল টেকনোলজি স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি হয়েছে। বাংলাদেশে অনলাইন শিক্ষার নতুন দিক উন্মোচনে অদূর ভবিষ্যতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইনস্টিটিউট ফর অনলাইন এন্ড ডিস্টেন্স লার্নিং এর অধীনে সার্টিফিকেট কোর্স অন ডিজিটাল লার্নিং ডিজাইন এবং সার্টিফিকেট কোর্স অন সাইবার সিকিউরিটি কোর্সে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুর প্রত্যাশা করছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য হচ্ছে এই কোর্সগুলোর মাধ্যমে প্রযুক্তি উদ্যোক্তা তৈরি করা, যারা বাংলাদেশের প্রযুক্তির বাজারকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিবেন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন। 


University Acts

বাংলাদেশ জাতীয় সংসদ ঢাকা, ১১ শ্রাবণ, ১৪২৩/২৬ জুলাই,২০১৬ সংসদ কর্তৃক গৃহীত নিম্নলিখিত আইনটি ১১ শ্রাবণ, ১৪২৩ মোতাবেক ২৬ জুলাই, ২০১৬ তারিখে রাষ্ট্রপতির সম্মতিলাভ করিয়াছে এবং এতদ্বারা এই আইনটি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা যাইছে:-   ২০১৬ সনের ৩১ নং আইন তথ্য্ ও যোগাযোগ প্রযুক্তি বিশেষত বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষার নিমিত্ত বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, আধুনিক জ্ঞানচর্চা বিশেষ করিয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর যথাযথ গুরুত্ব প্রদানসহ পঠন-পাঠন ও গবেষণা কার্য পরিচালনা, নূতন প্রযুক্তি উদ্ভাবন এবং “ডিজিটাল বাংলাদেশ” প্রতিষ্ঠার গতিকে তরান্বিত করিবার লক্ষ্যে গাজীপুর জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে বিধান প্রণয়নের লক্ষ্যে প্রণীত আইন   যেহেতু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষত বিজ্ঞান প্রকৌশল ‍ও প্রযুক্তির ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষার নিমিত্ত বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, আধুনিক জ্ঞানচর্চা বিশেষ করিয়অ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর যথাযথ গুরুত্ব প্রদানসহ পঠন-পাঠন ও গবেষণা কার্য পরিচালনা, নূতন প্রযুক্তি উদ্ভাবন এবং “ডিজিটাল বাংলাদেশ” প্রতিষ্ঠার গতিকে তরান্বিত করিবার লক্ষ্যে গাজীপুর জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;   BDU ACT  


Mission & Objectives

আমাদের লক্ষ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবাধ ব্যবহারের মাধ্যমে তরুন প্রজন্মকে চতুর্থ শিল্পবিপ্লবের নেতৃত্বদানে উপযোগি করে গড়ে তোলা। একাডেমি এবং ইন্ডস্ট্রিয়াল সম্পর্ক জোরদার করা । কৃত্তিম বুদ্ধিমত্তা রোবটিক্স, বিগ ডাটা ব্লক চেইন ও ভার্চুয়াল রিয়ালিটি সহ ভবিষ্যত বিশ্ব প্রযুক্তির বিকাশ ঘটানো । দেশের সকল হাইটেক পার্কের শিল্পের সাথে শিক্ষার্থীদের ইন্টার্র্নশিপের ব্যবস্থা করা ।   ভবিষ্যত পরিকল্পনা বিশ্ববিদ্যালয়টিকে একটি বিশ্বমানের স্মার্ট ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলা,যার ক্যাম্পাস হবে ডিজিটাল প্রযুক্তি দ্বারা সম্পূর্ন নিয়ন্ত্রিত। সম্পূর্ন প্রযুক্তি নির্ভর শিখন-শিক্ষন । বাংলাদেশে প্রথম বিশ্ববিদ্যালয়ে EDUCATION CLOUD স্থাপন । INCUBATION CENTER এর মাধ্যমে তরুন শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগি করে তাদের ভবিষ্যত বাংলাদেশ এর অগ্রদুত হিসেবে গড়ে তোলা।