BDU History



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ, সরকারি অর্থায়নে প্রতিষ্ঠিত দেশের প্রথম বিশেষায়িত ডিজিটাল বিশ্ববিদ্যালয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে ২০১৬ সালের ২৬ জুলাই এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় বঙ্গবন্ধু হাই-টেক পার্ক সংলগ্ন এলাকায় এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান। সরকারের রূপকল্প ২০২১ এর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছিল অত্যাবশ্যক। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন শাখায় ডিজিটাল জ্ঞানের উন্নতি সাধন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। সর্বোপরি তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য।                                                                                                                                                                                                              বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের এই বিশেষায়িত ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সাইবার ফিজিক্যাল সিস্টেমস অনুষদ, ডিজিটাল ট্রান্সফরমেশন অনুষদ এবং ইনস্টিটিউট ফর অনলাইন এন্ড ডিস্টেন্স লার্নিং নামে ইনস্টিটিউটের অনুমোদন দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ২০১৯ সালের মার্চ থেকে একাডেমিক কার্যক্রম শুরু করেছে। সাইবার ফিজিক্যাল সিস্টেমস অনুষদের অধীনে ব্যাচেলর অব সায়েন্স ইন ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এবং ডিজিটাল ট্রান্সফরমেশন অনুষদের অধীনে ব্যাচেলর অব সায়েন্স ইন এডুকেশনাল টেকনোলজি স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি হয়েছে। বাংলাদেশে অনলাইন শিক্ষার নতুন দিক উন্মোচনে অদূর ভবিষ্যতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইনস্টিটিউট ফর অনলাইন এন্ড ডিস্টেন্স লার্নিং এর অধীনে সার্টিফিকেট কোর্স অন ডিজিটাল লার্নিং ডিজাইন এবং সার্টিফিকেট কোর্স অন সাইবার সিকিউরিটি কোর্সে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুর প্রত্যাশা করছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য হচ্ছে এই কোর্সগুলোর মাধ্যমে প্রযুক্তি উদ্যোক্তা তৈরি করা, যারা বাংলাদেশের প্রযুক্তির বাজারকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিবেন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন। 


BDU Admission 2022-23

Bangabandhu Digital University (BDU) has the mandate to establish, sustain, and ...