“স্বাধীনতা পদক-২০১৯” ভূষিত হওয়ায় মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কে বিডিইউ উপাচার্যের শুভেচ্ছা ও অভিনন্দন

মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়ায় বৃহস্পতিবার (১৪.০৩.২০১৯) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীর বাসভবনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাবৃন্দ। এ সময় মাননীয় মন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দনপত্র ও ফুলদিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।