মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে বিডিইউ উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়



মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। বুধবার (২৭.০২.২০১৯) বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। এ সময় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হককে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে টানা দ্বিতীয় বার মনোনীত হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাক্ষাতে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর সার্বিক অগ্রগতির সংক্ষিপ্ত প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি সরকারের অগ্রাধিকার ভিত্তিক একটি প্রকল্প এবং মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নির্বাচনী এলাকা গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত। সাক্ষাৎ ও মতবিনিময় শেষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির পক্ষ থেকে ইউনিভার্সিটির সার্বিক অগ্রগতির সংক্ষিপ্ত প্রতিবেদন মাননীয় মন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়টি মাননীয় মন্ত্রীর নির্বাচনী এলাকা গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত তাই তাঁর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ. ক. ম মোজাম্মেল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নামে বরাদ্দ পাওয়া ৫০ একর জমির খোঁজ খবর নেন এবং বরাদ্দ কৃত ৫০ একর জমিকে ১০০ একরে উন্নীত করার সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।