বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) প্রথম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ (বিডিইউ) এর প্রথম সিন্ডিকেট সভা (৩০ মার্চ ২০১৯) শনিবার সন্ধ্যা ০৭ টায় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয় (ফ্ল্যাট:- এ-৬,প্লট:-২/৩,ব্লক:-এ,ইকবাল রোড) (মিরপুর রোড) মোহাম্মদপুর,ঢাকা-১২০৭) এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। সভায় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ক্লাস শুরু,বিশ্ববিদ্যালয়ের ল্যাব প্রতিষ্ঠা,২০১৮-২০১৯ অর্থ বছরের সংশোধিত চাহিদা বাজেট ও ২০১৯-২০২০ অর্থ বছরের চাহিদা বাজেট পাশ হয়। এছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলোকে ডিজিটালাইজেশন এবং আধুনিক করার সিদ্ধান্ত এবং বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম ও শিক্ষক- কর্মকর্তা নিয়োগের যোগ্যতা নির্ধারণ করা হয়। এ সময় সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব জনাব মো: সোহবাব হোসাইন,অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব জনাব আব্দুর রউফ তালুকদার,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব মো: আনোয়ার হোসেন,আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ শহীদুল হক,অ্যাডভান্স টেকনোলজি লিমিটেডের ডাইরেক্টর জনাব মো: মুবিন খান,ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইইবি) এর সভাপতি জনাব আব্দুস সবুর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও সিন্ডিকেট সদস্য সচিব জনাব মো: আশরাফ উদ্দিন।