Mission & Objectives
আমাদের লক্ষ্য
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবাধ ব্যবহারের মাধ্যমে তরুন প্রজন্মকে চতুর্থ শিল্পবিপ্লবের নেতৃত্বদানে উপযোগি করে গড়ে তোলা।
- একাডেমি এবং ইন্ডস্ট্রিয়াল সম্পর্ক জোরদার করা ।
- কৃত্তিম বুদ্ধিমত্তা রোবটিক্স, বিগ ডাটা ব্লক চেইন ও ভার্চুয়াল রিয়ালিটি সহ ভবিষ্যত বিশ্ব প্রযুক্তির বিকাশ ঘটানো ।
- দেশের সকল হাইটেক পার্কের শিল্পের সাথে শিক্ষার্থীদের ইন্টার্র্নশিপের ব্যবস্থা করা ।
ভবিষ্যত পরিকল্পনা
- বিশ্ববিদ্যালয়টিকে একটি বিশ্বমানের স্মার্ট ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলা,যার ক্যাম্পাস হবে ডিজিটাল প্রযুক্তি দ্বারা সম্পূর্ন নিয়ন্ত্রিত।
- সম্পূর্ন প্রযুক্তি নির্ভর শিখন-শিক্ষন ।
- বাংলাদেশে প্রথম বিশ্ববিদ্যালয়ে EDUCATION CLOUD স্থাপন ।
INCUBATION CENTER এর মাধ্যমে তরুন শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগি করে তাদের ভবিষ্যত বাংলাদেশ এর অগ্রদুত হিসেবে গড়ে তোলা।