বিডিইউ টুডে

বিডিইউ এর সর্বশেষ খবর

ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিডিইউ’র শ্রদ্ধা

By author

ঐতিহাসিক ৭ মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ পরিবার। ৭ই মার্চ,২০২৩ সকালে মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম এর নেতৃত্বে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড.মোঃ মাহবুবুল আলম জোয়ার্দার,মাননীয় ট্রেজারার অধ্যাপক ড.মোঃ আনোয়ার হোসেন-সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাও কর্মচারীবৃন্দ। পুষ্পার্ঘ অর্পণ শেষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন,৭ই মার্চের ভাষণ ছিলো বিশ্বের বঞ্চিত মানুষের মুক্তির গান।এই…

07 March

একাডেমিকস

Preparing students to make meaningful contributions to society as engaged citizens and leaders in a complex world

Inst. for Online and Distance Learning

" ইনস্টিটিউট ফর অনলাইন এন্ড ডিস্টেন্স লার্নিং" এর উদ্দেশ্য হলো সবার জন্যে সুবিধামতো সময়ে, পছন্দের বিষয়ে শিক্ষার সুযোগ উন্মুক্ত করে দেয়া । প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিকল্প নয় বরং শিক্ষাকে যুগোপযুগী ও মানসম্মত করতে এর ভুমিকা অপরিসীম। 

ইন্টারনেট সংযোগ রয়েছে বিশ্বের এমন যে কোনও জায়গা থেকে আপনি আমাদের "অনলাইন এন্ড ডিস্টেন্স লার্নিং” এর কোর্সেগুলোতে অংশগ্রহন করতে পারবেন, যেখানে শিক্ষার সমস্ত উপকরণ যেমন ই-বুকস, অনলাইন জার্নাল নিবন্ধ এবং অন্যান্য মাল্টিমিডিয়া সরঞ্জামগুলি ঘরে বসেই সহজে পেয়ে যাবেন। " ইনস্টিটিউট ফর অনলাইন এন্ড ডিস্টেন্স লার্নিং" এর মাধ্যমে আমরা বিশ্বমানের কিছু কোর্স অফার করছি।


বিডিইউ মক

https://mooc.bdu.ac.bd is an online learning platform.
It is aimed at professional developments.

নিবন্ধন করুন